দেশ
img

অবসর নিয়ে মুখ খুললেন মেসি

নিজস্ব প্রতিনিধি:-মেসি তাঁর বর্ণময় ফুটবল কেরিয়ারের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। এখন তিনি খেলা উপভোগ করছেন। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে বিশ্বফুটবলের এলএম ১০ বলেন, ''এখনও কোনও তারিখ বা সময়সীমা  কিছু ঠিক হয় নি । আমি শুধু খেলা উপভোগ করছি। মানুষের কাছ থেকে ভালবাসা পাচ্ছি। এগুলো আমারকেরিয়ারের শেষ দিকের খেলা। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি আমি। এদিন বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করায়  আন্তর্জাতিক ফুটবলে দশম হ্যাটট্রিক করে ফেললেন মেসি। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও ধরে ফেললেন আর্জেন্টাইন জাদুকর। আর্জেন্টিনা দলে তাঁর সমসাময়িকরাও ধীরে ধীরে সরে যাচ্ছেন। কোপা আমেরিকার পরে অবসর নিয়েছেন দি' মারিয়া। মেসির সমসমায়িক এই নীল-সাদা দলে রয়েছেন ওটামেন্ডি। বাকিরা সবাই তরুণ ফুটবলার। মেসিকে রোল মডেল করেই তাঁরা ফুটবল শুরু করেছিলেন এক সময়