
নিজস্ব প্রতিনিধি:-ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘আমি ঘোড়ায় চেপে ভোট দিতে এলাম। কারণ এটাকে শুভ বলে মনে করা হয়।’ এরপরই সাংসদ বলেন, ‘আমার মা সাবিত্রী জিন্দল হিসার থেকে লড়ছেন। সেখানকার জন্য অনেক উন্নয়ন তিনি করতে চান। এখন জনগণই নেবেন সিদ্ধান্ত।’ বিজেপি যে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে সে বিষয়ে আশাবাদী সাংসদ। বলেন, ‘ভোট নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা দেখছি। প্রত্যেকে নিজের ভোট দিচ্ছেন। এখানকার মানুষ বিজেপিকেই আশীর্বাদ করবে বলে আশা করি। হরিয়ানা বিজেপিক ভরিয়ে দেবে। নয়াব সিং সাইনি ফের মুখ্যমন্ত্রী হবেন।’ সকাল ৭টা থেকে হরিয়ানায় চলছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’কোটিরও বেশি। মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। প্রার্থী রয়েছেন ১০৩১ জন। মোট বুথের সংখ্যা ২০৬২৯। পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ৩০ হাজারের বেশি পুলিশকর্মী এবং ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের জন্য। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে।