দেশ
img

মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা।

 নিজস্ব প্রতিনিধি:-গণেশপুজো উপলক্ষ্যে মেলা বসেছিল, সেই মেলাতেই ঘুরতে গিয়েছিলেন দুই তরুণী। মেলা দেখে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকা গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণীর।রবিবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। মৃত দুই মহিলার নাম দীক্ষা জাদন এবং লক্ষ্মী তোমর, দুজনের বয়সই ২৫-এর কাছাকাছি। জানা যায়  গাড়িটি প্রচণ্ড গতিতে বেপরোয়া ভাবে চলছিল এবং ভুল দিক দিয়ে যাচ্ছিল, যার ফলে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির সঙ্গে।