
নিজস্ব প্রতিনিধি:-মঙ্গলবার গভীর রাত থেকে জম্মু-কাশ্মীরের আখনুরে চলছে দু’পক্ষের সংঘর্ষ। কানাচক এলাকায় গোলাবর্ষণ শুরু হয়। রাত পেরিয়ে বুধবার সকালেও সংঘর্ষ জারি।সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ সীমান্তের ওপার থেকে আচমকাই গোলাগুলি শুরু হয়। পাল্টা গুলি চালাতে হয়। পাকিস্তান থেকে ছোড়া গুলিতে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার পর পরই সীমান্ত এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।সামনেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছে উপত্যকা। জঙ্গি হামলার ঘটনা ঘটছে প্রায়শই। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। জঙ্গি দমনে দফায় দফায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। অগস্টের গোড়াতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল, অসম রাইফেলসের জঙ্গলযুদ্ধে বিশেষ প্রশিক্ষিত দু’টি ব্যাটেলিয়নকে মণিপুর থেকে এনে সাম্বা সেক্টরের উত্তরে মাচেদিতে মোতায়েন করা হবে। পাহাড় ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় সাম্প্রতিক কালে নিরাপত্তাবাহিনীর উপর বেশ কয়েক বার হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ আটকাতে চলছে অভিযান।