দেশ
img

দূষণ রোধে দীপাবলির আগে বড় সিদ্ধান্ত রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি:- .সোমবার, একটি সাংবাদিক বৈঠক করে পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানান, শীতকালের সময় বাজি ফাটালে তা অবস্থা আরও বিপদজনক করে দেয়। ফলে বায়ু দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এই জন্যেই পরের বছর পয়লা জানুয়ারি পর্যন্ত কোনও ধরনের বাজি কেনা-বেচা এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হল।এই প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লিতে শীতকালে বায়ুদূষণের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তার মধ্যে যদি বাজি ফাটানো হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ফলে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”তিনি আরও বলেন, “গত বছরও একই ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছিল। এই বছরও সেই বিধিনিষেধই বহাল রাখা হবে।