দেশ
img

হোটেলে আটকে কিশোরীকে ধর্ষণ ইনস্টাগ্রামের 'বন্ধু'র

নিজস্ব প্রতিনিধি:- সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কিশোরী আদতে তেলেঙ্গানার ভাইনসা শহরের বাসিন্দা। অভিযুক্তের সঙ্গে ইনস্টাগ্রামে তার আলাপ হয়েছিল। বন্ধুত্বের সম্পর্ক ছিল তাদের। এক মাস আগে থেকে তাকে দেখা করার জন্য হুমকি দিত অভিযুক্ত। চাপে পড়ে হায়দরাবাদে অভিযুক্তের সঙ্গে দেখা করতে গিয়েছিল কিশোরী। সেখানে গিয়েই ধর্ষণের শিকার হয় সে। পুলিশ জানিয়েছে, ২০ দিন হায়দরাবাদের নারায়ণগুড়া এলাকার একটি হোটেলের রুমে কিশোরীকে আটকে রাখা হয়েছিল। সেখানেই দিনের পর দিন কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। অবশেষে ফোন থেকে বাবা-মাকে হোয়াটসঅ্যাপ মারফত লোকেশন পাঠায় সে। তা দেখেই হায়দরাবাদে ছুটে আসে পরিবার। দ্রুত হায়দরাবাদের 'সি' টিমের সঙ্গে যোগাযোগ করে তারা। অভিযোগের ভিত্তিতে, লোকেশন পাওয়ার পর 'সি' টিম ওই হোটেল থেকেই কিশোরীকে উদ্ধার করে। পুলিশের কাছে কিশোরী ধর্ষণের বিষয়েও মুখ খোলে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে