
Sep 06, 2024
নিজস্ব প্রতিনিধি:-আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে। তার শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু অনিবার্য কারণবশত সেই শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। তারই পরিবর্তিত দিন জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। আগামী সোমবার ৯ সেপ্টেম্বর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে শহরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন চিকিৎসকরা। শহরজুড়ে রাতভর জমায়েতের চিত্র দেখা গিয়েছে। বৃহস্পতিবার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে দিল শীর্ষ আদালত। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্ট কী জানায় তারই অপেক্ষায় দেশবাসী।