দেশ
img

.নেকড়ের উপদ্রবে উত্তরপ্রদেশে বাড়তি সতর্কতা

নরখাদক নেকড়ের উপদ্রবে উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় গুরুতর আহত হল পাঁচ বছরের এক নাবালিকা। জানা গিয়েছে, সোমবার মাঝরাতে জেলার গিরধরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নেকড়ের আক্রমণে ঘাড়ে এবং মাথায় জোর আঘাত পেয়েছে ওই কিশোরী। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই নাবালিকাকে দ্রুত একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।গত ১৭ জুলাই থেকে নেকড়েদের আক্রমণে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন শিশু। সূত্রের খবর অনুসারে এখন পর্যন্ত  বন বিভাগ অপারেশন ভেড়িয়ার অধীনে চারটি নেকড়েকে ধরতে সক্ষম হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, যেকোন মূল্যে নেকড়ে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্রশাসন, পুলিশ, বন বিভাগ, স্থানীয় পঞ্চায়েত এবং রাজস্ব বিভাগকে এলাকায় ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।