
নিজস্ব প্রতিনিধি:-২৬ অগস্ট সোমবার পালিত হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভগবৎ পুরাণ-সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনির উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার l হিন্দু পুরাণে জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য রয়েছে অনেক যারা এই জন্মাষ্টমীর ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করে তাদের উপর সদা শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে বলে মনে করা হয়।এই দিনে, তাঁর প্রিয় জিনিসগুলি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলে জীবন সুখ-সমৃদ্ধি ভরে উঠবে। যেমন ধইয়ের তৈরি বিভিন্ন দ্রব্য এবং তালের বড়া বিভিন্ন রকম মিষ্টি মাখন মিশ্রি তার অত্যন্ত প্রিয়। এই দিন ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর নতুন বস্ত্র পরিধান করিয়ে আরতি করে পুষ্পার্ঘ্য অর্পণ করে দ ভক্তিভরে পূজো করলে তিনি নিশ্চয়ই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকে।