দেশ
img

.বারাণসী ঘাটে আপাতত বন্ধ করা হল পুজো

নিজস্ব প্রতিনিধি:- প্রবল বৃষ্টির জেরে উত্তরপ্রদেশে। গঙ্গার জল বাড়ল হু হু করে। ফলে ভক্তদের বারণসী ঘাটে গিয়ে পুজো করা হল না । দিল্লির এক পুন্যার্থী জানালেন, ভারী বৃষ্টির জন্য বারাণসী ঘাটের পাশে কাউকে না যেতে বলেছে প্রশাসন। ফলে এতটা কাছে এসে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন না করেই ফিরে যেতে হচ্ছে। জল বেড়ে যাওয়ায় ইতিমধ্যে গঙ্গার ঘাটের কাছে একটি বাড়ি ভেঙে পড়েছে।গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে বাগাড়া, সালোরি এবং রাজাপুর এলাকাগুলিতে জল ঢুকছে। খানিকটা সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারাও। প্রয়াগরাজের এক বাসিন্দা জানালেন, এখানকার পরিস্থিতি যথেষ্ট খারাপ। গঙ্গার জল বেড়ে যাওয়ার ফলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাড়িতে জল ঢুকে গিয়ে আরও বেশি সমস্যা তৈরি করছে।একস্থান থেকে অন্যত্র যেতে অনেক সময় নৌকাও ব্যবহার করা হচ্ছে। এখানে গঙ্গার জল বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি জলাধার এবং বাঁধ থেকেও জল ছাড়া হয়েছে। সেটাও জল বাড়ার অন্যতম একটি কারণ। তবে বারাণসীর ঘাটে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বদাই প্রস্তুত রয়েছে প্রশাসন।