দেশ
img

ভারী বৃষ্টি উপেক্ষা করে চলছে উদ্ধার কাজ।

নিজস্ব প্রতিনিধি:- বিপর্যস্ত ওয়েনাড়ের গ্রামে শুধুই স্বজনহারাদের হাহাকার। বুধবার সকালে আরও বাড়ল মৃতের সংখ্যা। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩। আহত আরও ১৮৬ জন। তাঁরা ভর্তি হাসপাতালে। এখনও শতাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে।বুধবার ভোরেও ভারি বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহহয়েছেভারতীয়সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত বিধ্বস্ত এলাকা থেকে এক হাজার মানুষকে তারা উদ্ধার করেছে। ধসের জেরে একটি ব্রিজ সম্পূর্ণ তলিয়ে যায়। নতুন করে ওই এলাকায় অস্থায়ী ব্রিজ তৈরি করে উদ্ধারকাজ চালাচ্ছে তারা। এ পর্যন্ত ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তিন হাজারের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।বুধবার ওয়েনাড় পরিদর্শনে যাবেন বলে জানিয়েছিলেনকংগ্রেসসাংসদরাহুলগান্ধীও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সফর আপাতত স্থগিত রেখেছেন। ভারি বৃষ্টির কারণে ঘটনাস্থলে বর্তমানে পৌঁছতে পারবেন না বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার রাতেই কালিকটে পৌঁছে গেছেন। আজ ওয়েনাড়ের উদ্ধারকাজ খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ শিবিরে ঘরছাড়াদের সঙ্গে এবং হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।