ত্রিপুরা
img

গান্ধীগ্রাম বাজার পরিদর্শন করলেন মন্ত্রী রতন লাল নাথ

বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীগ্রাম বাজারের আধুনিকীকরণের জন্য সোমবার গান্ধীগ্রাম বাজার পরিদর্শন করেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ,এই সময় উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত,বিডিও বামুটিয়া ব্লক অমিতাভ ভট্টাচার্য,পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল,প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস,প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজসেবক শিবেন্দ্র দাস,পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ সহ গান্ধীগ্রাম বাজারের ব্যাবসায়ীরা।এই পরিদর্শন নিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান সরকার প্রচুর বাজার আধুনিক করেছেন,কালী বাজারেও এই মাকেট শেড করা হয়।কিন্তু গান্ধীগ্রাম বাজারটি একটু ব্যতিক্রম তাই এই বাজারটিও আধুনিকীকরণের জন্য সরকার উদ্যোগে নিয়েছে যার জন্য ব্যয় হবে প্রায় ৭ কোটি টাকা।পাশাপশি তিনি বলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত বলাই গোস্বামী এই গান্ধীগ্রাম বাজারটি আধুনিক ভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তিনি নেই তবে এই বাজার আধুনিকীকরণের কাজ শুরু হবে তাই এই পরিদর্শন