ত্রিপুরা
img

মৃত ভাই বোনের পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী

রবিবার  রাজধানী আগরতলা সংলগ্ন চাঁনমারি এলাকায় একটি বড় কনস্ট্রাকশন সাইটের বাউন্ডারির ভেতরে ডুবার জলে ডুবে একই পরিবারের দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়। তাদের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার  জিরানিয়া স্থিত তাদের পুরনো বাড়িতে তাদের মা বাবার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পরিবারের সাথে দেখা করার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তাদের এই মৃত্যুর ঘটনা বড়ই বেদনাদায়ক ঘটনা। মৃতের বাবা একজন দিনমজুর তাদেরকে তো আর তাদের সন্তান ফিরে দিতে পারবেন  না তাই  তিনি তাদের আত্মার জন্য শান্তি কামনা করেন পাশাপাশি সরকারের তরফ থেকে ডিজেস্টার ম্যানেজমেন্ট   ৮  লাখ টাকা তাদেরকে   আর্থিক সাহায্য করা হয়। এবং মৃতের পরিবার মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখেন তাদের একটি বড় মেয়ে রয়েছে দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করছে তার যেন একটা ব্যবস্থা করে দেয় মুখ্যমন্ত্রী আশা দিয়েছে তাকে কিছু একটা পাইয়ে দেবে।।