ত্রিপুরা
img

বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে বৈঠক কৃষি মন্ত্রীর

বিকশিত কৃষি সংকল্প অভিযান’ বিষয় নিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাথে শনিবার ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য আধিকারিকরা।এদিন বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ বলেন, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন সারা দেশে ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ শুরু করা হবে। যার লক্ষ্য কৃষকদের উন্নত কৃষি প্রযুক্তি ও বীজ সংক্রান্ত জ্ঞান প্রদান করা। এই অভিযান ২৯ মে থেকে শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গঠনের জন্য একটি ব্যাপক ও রূপান্তরমূলক অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে বিকশিত কৃষি, উন্নত চাষাবাদ ও সমৃদ্ধ কৃষকের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এটি কৃষকদের বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চার ব্যবহারিক জ্ঞান প্রদান করবে। জেলা স্তরে প্রতিটি দল প্রতিদিন তিনটি করে সভা করবে। এককথায়, কৃষিতে আধুনিকীকরণ, গবেষণা ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি মন্ত্রী।