
আজ মহা শিবরাত্রি অর্থাৎ শিবচতুর্দশী। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পূর্ণ লগ্নে চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পূজা হয়ে থাকে। শিবরাত্রিতে শিবকে চার ধরনের স্নান করিয়ে থাকেন শিব ভক্তরা, প্রথম প্রহরে দুধ ,দই , ঘি এবং সর্বশেষ রাত তিনটার পর মধু দিয়ে স্নান করানো হয়, ফলে ভগবান শিব ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন, শিব চতুর্দশী তিথি বুধবার ৯ টা ৪৩ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা ৩১ মিনিট পর্যন্ত স্হায়ি, কথিত আছে এই শুভক্ষণে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল।সকাল থেকেই প্রতিটি শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ,সবার একটাই লক্ষ্য বাবার মাথায় জল দেওয়া, আগরতলা বটতলার শিব মন্দিরের পূজারী কেশব চক্রবর্তী জানান পূজার মাধ্যমে প্রতিটি নারী-পুরুষ শান্তি সমৃদ্ধি ও সুখ সাচ্ছন্দ কামনা করেন যাতে ছেলে মেয়ে নিয়ে সবাই আনন্দে থাকতে পারেন।কারণ দেবাদিদেব মহাদেব তিনি আনন্দময়, সত্য ,পরভ্রম্ম এবং পরম গতি।