img


অবিরাম দুই দিনের ভারী বর্ষণে জলমগ্ন বিলোনিয়া, জনজীবন স্তব্ধ। 


নিজস্ব প্রতিনিধি:-ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, শত শত লোক আশ্রয় নিয়েছে বিভিন্ন ত্রান শিবিরে । রবিবার থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত । সেই ধারা এখনোও অবিরাম চলছে । মুহুরি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,। অন্যদিকে শহরের জল নিষ্কাশনের অব্যাবস্থার কারণে ভারী বর্ষণের জল নিষ্কাশন হচ্ছে না ঠিকভাবে । জলের তলায় অর্ধেক শহরবাসী, ফলে নোংরা আবর্জনা জল ঢুকে গেছে বাড়িঘরে । বিভিন্ন রাস্তা সহ শহরবাসীর বাড়ি ঘরে জলে থৈ থৈ করছে,  এমনই চিত্র আজ সকাল পাঁচটা নাগাদ দেখা গেল শহরে জুরে । বিলোনিয়া পুর পরিষদ বিভিন্ন এলাকার কালিনগর, আর্য সমাজ, ব্যাংক রোড, রাম ঠাকুর পাড়া, আমলাপাড়া,নন্দীপাড়া বিদ্যাপীঠ কর্নার, সহ শহরের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট যেমন জলের তলায় তেমনি  বাড়িঘর দোকানপাট জলমগ্ন হয়ে পড়েছে । জলাভূমি ভরাট,জল নিষ্কাশনের অব্যবস্থা ও অবৈজ্ঞানিকভাবে ড্রেইন নির্মাণ, অবৈজ্ঞানিকভাবে জাতীয় সড়ক নির্মাণ, পুরপরিষদের ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবকে দায়ী করার পাশাপাশি বিলোনিয়া পুর পরিষদের  কর্তব্যের গাফিলতের ফলে আজ শহরবাসীর এই দুর্দশা, শহর এবং শহরতলীর বহু মানুষ শরণার্থী হওয়ার আশঙ্কা, বিপদজয় মোকাবেলা দপ্তর গত রাত থেকেই কাজ করে যাচ্ছেন , অবিরাম বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটছে। আজ সারাদিন যদি বৃষ্টি হয় বিলোনিয়া বাসির দুর্দশা আরো চরমে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং বহু মানুষকে নিতে হবে ত্রাণ শিবিরে আশ্রয়। অতিমাত্রায় বৃষ্টির ফলে জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তর জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি ঘোষণা করেছেন।