
বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলা কাঞ্চনপুর অন্তর্গত কাঞ্চনপুর হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে কাঞ্চনপুর থানার পুলিশের অভিযানে ১.৪৫ গ্রাম নিষিদ্ধ ড্রাগস হেরোইনসহ পাঁচজন হেরোইন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাঞ্চনপুর হাসপাতাল কমপ্লেক্সের নির্মীয়মান কোভিড হাসপাতাল ভবনের ভিতর অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর (ডিসিএম) ও থানার ওসি উদ্দ্যম দেববর্মা। অভিযানে গ্রেপ্তার হয় পঞ্চমনি চাকমা, জিমন রিয়াং, মিহির কুমার রিয়াং, মাঞ্জালা রিয়াং ও মুংনাংহা রিয়াং। অভিযানে উদ্ধার হয় ১.৪৫ গ্রাম হেরোইন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।