ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আগরতলা ডেন্টাল কলেজে

বৃহস্পতিবার আগরতলা ডেন্টাল কলেজে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন এবং ডেন্টাল চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে বিশদ ভাবে আলোচনা হয়। বৈঠকে ডেন্টাল কলেজের অধ্যক্ষ, সিনিয়র চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যাগুলি শোনেন । এই দিনের এই বৈঠকে মুখ্যমন্ত্রী  বলেন, "রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। "মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা ও প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে। বৈঠকে নতুন যন্ত্রপাতি সংযোজন, জনবল নিয়োগ ও ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয় ।চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ প্রদান করা হয়, যেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা