
দেশের জৈব বৈচিত্র্য, স্থানীয় জৈব-সম্পদগুলির গুরুত্ব, তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে, ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর স্কুলগুলিতে প্রাকৃতিক সম্পদ সচেতনতা ক্লাব বা ডিএনএ ক্লাব তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে উদ্বোধন হল ডিএনএ ক্লাবের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর ভাস্বতি দেববর্মা, শিখা ব্যানার্জি সহ অন্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এ ধরনের ডিএনএ ক্লাব জৈবপ্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক শিক্ষার সুযোগ প্রদান করে, পাশাপাশি জৈব বৈচিত্র্যের মূল্য সম্পর্কে তাদের মধ্যে আরও ভাল ধারণা বৃদ্ধি করে। আজকের এই ডিএনএ ক্লাব উদ্বোধনকে ঘিরে ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।