
৩০ জুন আগরতলা মুক্তধারা প্রেক্ষা গৃহে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি মিমি মজুমদার। তিনি জানিয়েছেন ১৯৭৫ সালের কালো অন্ধকার সময় অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণার অসারত্ব নিয়ে সাধারণ মানুষজনকে অবগতি করার জন্যই এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। মিমি মজুমদার বলেন ওই সময় জাতীয় কংগ্রেস ভারতের গণতন্ত্রকে হত্যা করেছিল। যেভাবে কংগ্রেস সংবিধান কে পদদলিত করে অন্ধকার যুগ নামিয়ে এনেছিল দেশে সে ব্যাপারে বর্তমান প্রজন্ম অনেক কিছুই জানেন না। কাদের জন্য ও কাদের স্বার্থ রক্ষা করতে এই অন্ধকার অধ্যায় তৈরি করা হয়েছিল ভারতে সেটা জানার প্রয়োজন রয়েছে বর্তমান প্রজন্মের। ওই সময় ভারতে জরুরি অবস্থা ঘোষণা করার কুফল আজকের দিনেও ভুগছে ভারতবাসী। ১৯৭৫ সালের ২৫ জুন সংবিধানকে হত্যা করেছিলেন তদানীন্তন কংগ্রেস প্রধানমন্ত্রী।ওই সময়ের প্রেক্ষাপট এবং বাস্তবতা মানুষেরও জানার প্রয়োজন। তাই বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই মক পার্লামেন্টের আয়োজন করা হয়েছে। মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত এই মক পার্লামেন্টে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব বলে জানালেন মিমি মজুমদার।