img


রাজ্যভিত্তিক বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি !


নিজস্ব প্রতিনিধি:- রাজ্যের চারটি অভয়ারণ্যের মধ্যে রাজনগর ব্লকের তৃষ্ণা অভয়ারণ্য অন্যতম। প্রকৃতির এক অনন্য নিদর্শন যেন রাজনগর ব্লক। এই প্রকৃতির সাথে কিছুক্ষণ ধরে সময় কাটালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজনগর ব্লকের  বাটার ফ্লাই‌ পার্ক পরিদর্শন করে । একসময় অকপটে স্বীকার করেন, এখানে যে এতো সুন্দর বাটার ফ্লাই সংরক্ষণ এরিয়া  আছে আমি  জানতাম না। সেই ভাবে প্রচার হয় নি, তাই কেউ জানতে পারেনি। কেন যে মানুষ বাইরে যান । যখন শুনি ত্রিপুরার মানুষ পূজার সময় বাইরে যান। এখানে কেন আসে না। আমি বলবো , সবাই আসার দরকার। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখেন অন্ততঃ রাজনগর ব্লকের টুরিস্ট প্লেসগুলো ঘুরে দেখা দরকার। সোমবার ছিল রাজনগর ব্লকের তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বন্য প্রাণী সপ্তাহ দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান । রাজনগর ব্লকের জয়চাদ পুর মাঠে অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে  রাজনগর ব্লকে এসে মুখ্যমন্ত্রী প্রথমে বাটার ফ্লাই পার্ক পরিদর্শনে যান। সেখানে গিয়ে একেবারে অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন, সংখ্যালঘু উপজাতি উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়িকা স্বপ্না মজুমদার, জেলা শাসক সাজু ওয়াহিদ, পিসিসিএফ ,বন দফতরের সচিব সহ অন্যান্য অতিথিরা। সেখান থেকে জয়চাদ পুর বন্যপ্রাণী সপ্তাহ সমাপ্তি অনুষ্ঠানে এসে যোগ দেয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।এরপর  সংগীত পরিবেশনের পর মঞ্চে উপবিষ্ট অতিথিরা একের পর এক বন্য প্রাণী সপ্তাহের উপর আলোচনা রাখেন। এরপর উদ্ধোধক মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আলোচনা রাখতে গিয়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছপালার পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণ করার বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। বাঁচতে হলে সবাইকে দরকার। যে যার স্থানে অবস্থান, তাদেরকে সেই স্থানে রাখার ব্যাবস্থা করা দরকার। বনের সাথে সাথে বন্য প্রাণী সংরক্ষণের বিশেষ প্রয়োজন, সরকার সেই দিকেই হাটছে। বন্যপ্রাণী সপ্তাহ সমাপ্তি অনুষ্ঠানে এসে যোগ দিয়ে,
প্রকৃতির সাথে কিছুক্ষণ ধরে সময় কাটালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়েন রাজনগর ব্লকের  বাটার ফ্লাই‌ পার্ক পরিদর্শন করে । একসময় অকপটে স্বীকার করেন, এখানে যে এতো সুন্দর বাটার ফ্লাই সংরক্ষণ এরিয়া  আছে আমি  জানতাম না। সেই ভাবে প্রচার হয় নি, তাই কেউ জানতে পারেনি। সকলকেই একবার ঘুরে দেখা প্রয়োজন বলে জানান।