Dec 23, 2024
নিজস্ব প্রতিনিধি:- বড়দিনের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি চলছে জোর কদমে৷ দোকানে-দোকানে বাহারি সামগ্রীর পসরা সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীরা৷ তেমনি, মরিয়ম নগরে ক্যাথলিক চার্চেও প্রস্তুতির ধুম পড়েছে৷ যীশুর জন্মদিন প্রতিবছরই ওই চার্চে মহা ধুমধামে পালিত হয়৷ অবশ্য, সারা ত্রিপুরাতেই ওইদিনটিতে উৎসবের আমেজেই পালন করা হয়৷ জাতি-জনজাতি উভয় অংশের মানুষ নিজ নিজ কায়দায় বড়দিনের আনন্দ উপভোগ করে থাকেন৷মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি জোর কদমে চলছে৷ প্রতিবছর এই গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা হয়৷ তাছাড়া, আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে গির্জাঘর সাজানোর কাজ চলছে৷ তাছাড়া, বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজন করা৷ এই দুইদিন ব্যাপী মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।