ত্রিপুরা
img

সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ!

এবার সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ।বৈবাহিক সম্পর্ক যখন তাল মাতাল তখন জন্ম নেয় অবিশ্বাস। কখনো তা পৌঁছে যায় আড়ি পেতে কথোপকথন রেকর্ড করা পর্যায়ে। এতদিন ধরে এইসব গোপন কথোপকথনের রেকর্ড আদালতে গ্রহণযোগ্য হতো না কিন্তু সোমবার  সুপ্রিম কোর্টের রায় বলছে গোপনে রেকর্ড করা স্বামী-স্ত্রীর কথোপকথন প্রমাণ  হিসেবে আদালতে পেশ করা যেতে পারে।


  ২০২১ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এক স্বামীর গোপনে রেকর্ড করা ফোন কলকে গ্রহণযোগ্য বলে মান্যতা দেয়নি ।
সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করেছে। কিন্তু কেন এ রায় এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতীয় তথ্য প্রমাণ আইনে ১২২ নম্বর ধারায় আগে বলা ছিল  স্বামী স্ত্রীর গোপন কথা প্রকাশ করা যাবে না। কিন্তু এই রায় বলছে যদি সম্পর্ক ভেঙে যায় এবং সত্য উদঘাটনের দরকার হয় তাহলে গোপন কথাও কাজে লাগবে কোর্ট বলেছে গোপন রেকর্ড করাও একপ্রকার তৃতীয় পক্ষের স্বাক্ষ সমান কারণ একটি রেকর্ডিং যদি কোনভাবে যাচাই যোগ্য হয় তাহলে সত্য উদঘাটনে সহায়ক হতে পারে। এতটাই তাৎপর্যপূর্ণ এই রায় যে অনেকেই বলছে এটি ব্যক্তিগত গোপনীয়তা বনাম ন্যায় বিচারের সংঘাতের নতুন মাত্রা। গোপন রেকর্ড যেন নজরদারির প্রতীক না হয়ে দাঁড়ায় সেই ব্যাপারে ও সতর্ক করেছে আদালত । কিন্তু ভয় অন্য ব্যাপারে সবাই যদি একে অন্যকে লুকিয়ে রেকর্ড করে তাহলে কোন সম্পর্কের বিশ্বাসযোগ্যতা থাকবে কি ? তবু সুপ্রিমকোর্ট বলেছে সম্পর্ক যখন ভাঙ্গে তখন সত্য জানা দরকার।আর সেই সত্য জানতে এই রেকর্ড কাজে লাগবে।