
ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর ৮তম স্থান অধিকার করে বামুটিয়াকে গর্বিত করেছে মেধাবী ছাত্রী রেশমি রায়।রেশমি রায় বামুটিয়া বিধানসভার তেবারিয়া গ্রামের মেয়ে, গান্ধীগ্রাম স্থিত গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসে এবং সে রাজ্যে সেরা দশের মধ্যে ৮ম স্থান দখল করে।ধারাবাহিক ভাবে সে দারিদ্রকে হার মানিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও পড়াশোনায় ব্যাপক সাফল্য পায়।তার এই সাফল্যে গোটা রাজ্যের পাশপাশি গর্বিত করেছে বামুটিয়াকে।তার এই সাফল্য দেখে আপ্লুত হন তার স্কুলেরই শিক্ষক রতন ভৌমিক।এবং তার আগামী পড়াশোনার জন্য রেশমি রায়কে ১ লক্ষ্য টাকার আর্থিক সহায়তা এবং একটি মোবাইল ফোন শনিবার তার বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন।এই সময় বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।শিক্ষক রতন ভৌমিক বলেন রেশমি রায়ের সাফল্যে তিনি আপ্লুত এবং তার আগামী পড়াশোনার জন্য তার পাশে দাঁড়ান অন্য দিকে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বলেন শিক্ষক রতন ভৌমিক সর্বদা ছাত্র ছাত্রীদের পাশে থাকেন কিন্তু কোনো প্রচার ছাড়া তাই তিনি মনে করেন উনাকে দেখে যেন আরো মানুষ সাধারণ ছাত্র ছাত্রীদের সহায়তার জন্য এগিয়ে আসেন তাহলে সমাজ উপকৃত হবে,উন্নত আগামী প্রজন্ম হবে পাশাপশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি