
Jul 19, 2025
রাজধানী আগরতলা শহরে দুঃসাহসিক চুরির কান্ড ।পুলিশের টহলধারী নিয়ে রীতিমত উঠল প্রশ্ন ঘটনা শুক্রবার ধলেশ্বর ৮ নম্বর রোডে প্রদীপ ভট্টাচার্য বাড়িতে , চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যায় পরিবার। ঠিক এই সুযোগটা কি কাজে লাগিয়ে চোরের দল শুক্রবার রাত্রে প্রদীপ ভট্টাচার্য বাড়ির দরজা তালা ভেঙ্গে চোরের দল টিভি ,গ্যাস সিলিন্ডার সহ আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় চোরের দল। পরবর্তী সময় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় পূর্ব থানার পুলিশ।