
শনিবার সকালবেলা উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত দিন উপ্তাকালি, সিলেটি ক্যাম্প সংলগ্ন আসম-আগরতলা জাতীয় সড়কে অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো পানিসাগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, হাইওয়ে মোবাইল নাকা চেকিং পয়েন্টে রুটিন তল্লাশির সময় একটি ডিমবোঝাই লড়ি আটক করা হয়। সন্দেহ হওয়ায় লরিটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে ট্রাফিক পুলিশ। চালকের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ তল্লাশি চালালে লরির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট। ঘটনার পরপরই লরি চালক মিলন সিনহাকে (৪২) আটক করা হয়। সে ঊনকোটি জেলার বেতচড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।